বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আখাউড়া ইমিগ্রেশনে ভারতগামী যাত্রীদের ভিড়  

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ১৮ ০৬ ০১  

আখাউড়া-ইমিগ্রেশনে-ভারতগামী-যাত্রীদের-ভিড়- 

আখাউড়া-ইমিগ্রেশনে-ভারতগামী-যাত্রীদের-ভিড়- 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় ভ্রমণকারী বাংলাদেশি পর্যটকদের ভিড় বেড়েছে। ইমিগ্রেশন সংশ্লিষ্টদের দাবি স্বাভাবিকের চেয়ে যাত্রীদের চাপ বেড়েছে তিনগুণেরও বেশি।

প্রতিদিন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পূজার আগে প্রতিদিন গড়ে ৬০০-৭০০ পর্যটক যাতায়ত করলেও বর্তমানে ১ হাজারের উপর যাচ্ছে। গত তিনদিনে এ বন্দর দিয়ে সাড়ে ৩ হজার যাত্রী ভারতে প্রবেশ করেছেন। এরমধ্যে রোববার দুপুর পর্যন্ত ৫ শতাধিকের উপর যাত্রী ভারতে যান। এসব যাত্রীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নরসিংদী, ভৈরব, হবিগঞ্জ,শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন এলাকার লোকজন রয়েছে। 

আখাউড়া ইমিগ্রেশন অফিসে দেখা যায়, ভিন্ন বয়সী নারী পুরুষদের উপচে পড়া ভিড়। অনেক যাত্রী অফিসের বারান্দায় বসে প্রয়োজনীয় ফরম পূরণ করছেন। কর্মকর্তারা দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করতে যাত্রীদের বহির্গমন সেবা দিতে ব্যস্ত সময় পার করছেন। 

ভারতে পূজা দেখতে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার দিলীপ দাস জানান, তিনি সরকারি চাকরি করছেন। কিন্তু চাকরির করার কারণে কোথাও বেড়াতে যাওয়ার সময় হয় না তার। এবার পূজা উপলক্ষে ছুটি পাওয়ায় স্ত্রী মেয়েকে নিয়ে আগরতলা পূজা দেখতে যাওয়া। 

ভৈরবের মহারাজ বলেন, এই দুর্গাপূজা দেখার জন্য আমরা অপেক্ষায় থাকি। তাই সময় সুযোগ হওয়ায় স্ত্রী পুত্র নিয়ে ভারতে যাওয়া। ত্রিপুরা রাজ্যে পূজা খুবই সুন্দর হয় তাই প্রতি বছর সেখানে যাওয়া। 

কুমিল্লার মিলন দাস বলেন, ভারতে আমার এক কাকাতো ভাই থাকে। অনেক দিন থেকেই বলছে সেখানে যাওয়ার জন্য। যেহেতু পূজা চলছে তাই সেখানে যাওয়া হচ্ছে। আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না। যেহেতু ভোরতে যাচ্ছি সেখানে ভালো চিকিৎসক দেখাবো। 

আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা এএসআই দেওয়ান মোর্শেদুল হক জানান,পূজা উপলক্ষে অন্য সময়ের তুলনায় আগরতলাগামী পর্যটকদের সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এ অবস্থা দুর্গাপূজার শেষ দিন পযর্ন্ত থাকবে। পর্যটকদের সেবা দিতে নিরলসভাবে কাজ করছেন। 
 

Provaati
    দৈনিক প্রভাতী